প্রিয়া

তোমার অনিমিক আঁখি,
অনিমিত্ত চেয়ে আমি থাকি।
খোদাবন্দ্ দিয়েছেন অপরুপ রূপ তোমার;
ঐশ্বর্য তোমার রক্তে; বিরুপ ভাগ্য আমার।

পাওয়ার বাসনা নেই মনে,
বামনের চাঁদ ছুঁতে নেই; স্মৃতির পাতায় রেখেছি
                                                              যতনে;
তবু অনাবিল মন চাই ছুঁতে,
অতৃপ্ত আত্মা চাই কাছে পেতে।

এ কাঠামোয়  জানি হবে নাকো প্রিয়া,
মন নাহি শান্ত হয়--- কাঁদে মোর হিয়া।
বৃথাই এ স্বান্তনা জানি মোর ধনি;
তবু এ জীবনে  প্রিয়া বলে তোমাকেই মানি।