শোণিত ঝরে না কভু;
হৃদয়টা কাটলে,
শুধু ভরে অশ্রুজলে।
নশ্বর দেহ শুধু;
ভরে ওঠে রক্তে,
কেটে ফেলা গর্তে।
হৃদয়েতে নেই কোনো রক্ত;
'ভালোবাসা দিয়ে গড়া' শক্ত,
আঘাতের আঘাতে পাতলা।
ভালোবাসা বারি হয়ে ঝরে যায়;
হৃদয়টা কেঁপে ওঠে আঘাতে,
অভিমানে চোখ হয় সজলা।
শোণিত ঝরে না কভু;
কটূকথা হানলে,
নয়ন ভরে শুধু অশ্রু জলেতে।
দেহখানি ভরা থাক;
প্রেম আর প্রেমেতে,
প্রয়োজন কিবা আছে আঘাতে!
হৃদয়ে হৃদয় থাক;
ঘৃণা দ্বেষ দূরে যাক,
ভালোবেসে হোক না'ক আদূরে।
প্রেম শুধু বেঁচে থাক;
হৃদয় হৃদয়ে থাক,
বাকি সব যাক চলে সুদূরে।