থাকি যেন ধরাতে

আকাশেতে এতো আলো--
এতো খুশি বাতাসে!
যায় কোথা এতো আলো নিমেষে!

জেগে থাকা কত তারা--
জ্যোৎস্নার আকাশে!
ভোর হলে কার কোলে ভাসে সে!

গাছে গাছে রঙ ফুল--
এতো রঙ পাই তারা কোথা যে!
তারা ও তো ঝরে যায় কোথা রে!

ডাকে পাখি গাছেরে--
মন শুধু নাচেরে!
গান কোথা মিশে যায় বাছারে!

এতো আলো, এতো ফুল, এতো রঙ, এতো খুশি--
এতো গান, এত্তো সুখ ধরাতে!
যাব নাকো ধরা ছেড়ে, থাকি যেন ধরাতে।