ভালো লাগার ভালোবাসা


গিলি গিলি ফু মন্তর-
তোমার চোখে চোখ রাখলাম।
তোমার গায়ের গন্ধ মেখে গায়ে,
মনটা কেমন গুমরে কাঁদে যেন।

গিলি গিলি ফু মন্তর
গায়ে তে গা ঠেকালাম।
বিয়ে বাড়ীতে ফাঁক ফোকরে,
উদাসী স্বপন উঁকি দিচ্ছে কেন!

গিলি গিলি ফু মন্তর-
নাম কি তোমার ,মিষ্টি মুখে মিষ্টি হাসি।
যেই না বলা ঠিক তখনই-
শিরশিরিয়ে কাঁপন দিয়ে গেল চলে।

গিলি গিলি ফু মন্তর-
মনের মাঝে যতন করে নিচ্ছে এঁকে
আজগুবি সব এলোমেলো ভাবনা গুলো
এলো চুলের মতো ই করে।

হল কি ঝকমারি মোর!
সাজগোজ সব র‌ইল পড়ে,
খুঁজে বেড়াই চোখ দুটো তার,
আগামী দিনের গল্প গাঁথা নিচ্ছে গড়ে;
যাই হারিয়ে ছেলেবেলা হচ্ছি কঠোর-
দিনে দিনে বাড়ছে বয়স ; এমনি করে।
খুঁজে বেড়াই হন্যে হয়ে।
খুঁজছি বটে পাই না কারেও তেমন করে।

গিলি গিলি ফু মন্তর-
পাই না ছুঁতে ;আর পাই না, সেই ছোঁয়াটা
খুঁজছি শুধু এ জীবনে যত কিছু মিছে আশা
রাখলো ঢেকে অনেক বছর-
ভালো লাগার ভালোবাসা।
কবে কোথায় কেমন করে
কেউ জানে না কেউ না জানে
মনের বেদন আড়াল করে।
হঠাৎ সেদিন চমকে উঠে  তাকিয়ে দেখি
পাশে তোমার টুকটুকে এক মিষ্টি মেয়ে।
পারব না আর ছুঁতে তোমায়
গিলি গিলি ফু মন্তর-
মিথ্যে মোহে মিথ্যে আশায়।