ভাঙছি আমি,
ভাঙছি সিঁড়ি; উঠছি দেখ উঁচুতে।
অনেক উঁচু এখন আমি;
ভাল্লাগে না নিঁচুতে!
ভারত এখন ভাল্লাগে না;
বিদেশ এখন আমার ঘর।
রাজনীতি আর ধোঁয়া , ধূলোয়-
ভারত এখন আমার পর।
মা আছে তার আগলে ভিটে;
ফোন করি তাই সময় পেলে।
এত্ত উঁচু উঠেছি আমি--
দ্যাখরে সবে নয়ন মেলে।
বাবার যখন শ্বাস উঠেছে;
ভাবনা ছিল ভারত যাবে।
পরের দিনই শেষ নিঃশ্বাস;
হল না যাওয়া , কি আর হবে!
মায়ের এখন বুক ধড়পড়-
মাসে একবার খবর পাই।
এত্ত উঁচু উঠেছি আমি
একবিন্দু সময় যে নাই।
উঠছি আমি উঠছি দ্যাখ ও,
উঠছি কেমন তরতরিয়ে।
গর্বে গিন্নীর বুক ফেটে যায়;
এখন আমি বড় ইয়ে।