বিশাল বিশ্বের মাঝে একটি দেশ,
নাম তার বাংলাদেশ।
             চারিদিকে সবুজে সবুজে ঘেরা,
             দেখে দৃষ্টি যায় না ফেরা ।


বাংলার বুকে অনেক নদী বহমান,
এখানো তা দৃশ্য মান ।
              সারি সারি গাছপালা,
             অনেক আছে, পর্বতমালা ।


যতবার দেখী ততবার হই মুগ্ধ,
জীব-জড় সকলে ভালোবাসার শৃঙ্খলে আবদ্ধ ।
              বয়ে যাওয়া নদীর পানি,
              ‘মুছে দেয় প্রত্যহের আত্মগ্লানি।


এ আশ্বাস আছে বাংলা মানুষের বুকে,
বিশ্ব দুয়ারে দাড়াবে একদিন রূখে ।