বাংলার আকাশ,
এই বাংলার বাতাস।
বাংলার প্রকৃতিকে দেখা যায়,
নানা রকমের অবস্থায়।


বাংলায় বিরাজমান ষড়ঋতু,
এক ঋতু অন্য ঋতুর সেতু।
কখন আসে শীতকাল,
সব সময় থাকেনা বহাল


কখনো হেমন্ত,
সৌরভে ভরিয়ে দেয় বসন্ত।
বৈচিত্র্য এ ভরা,
আমাদের বসুন্ধরা।


বর্ষাকালে ভরে ওঠে পুকুর,,
থৈ থৈ এ ভরে যায়  হাওর।
শীতকালে ঝরে যখন ঝর ঝর কুয়াশা,
হারিয়ে যায় মনের দিশা।


নদীর কুলেতে দেখা যায় সাদা সাদা কাশফুল,
প্রকৃতি বলছে, এটা শরতের কুল।
যখন হয় আম পাকা শুরু,
বাংলার চারিদিকে চাহনি দুরু দুরু।