একুশ আমাদের ফিরিয়ে দিয়েছে
স্বাধীন বাংলার বুলি,
তাইতো আজ আমরা অবাধে,
বাংলা কথা বলি।


একুশ মানে হল,
বছরের পুরা মাস।
একুশ দেখিয়েছে
অন্যায়ের বিরুদ্ধে ত্রাস।


বাংলার  তোমাদের এই ঋণ,
সুধাবো কেমন করে,
তোমার জন্য কত জনের
প্রাণ গেলো রক্তের মত ঝরে।


বাংলা ভাষা নিয়েছো তুমি,
অনেকের প্রাণ,
তাইতো তোমার জন্য গাইছি
একুশের গান।


বাংলাকে কিনেছি মোরা
তাজা রক্তের বিনিময়ে,
শুদ্ধ ব্যবহার করিনা কভু
তোমারি হয়ে।


ভাষার জন্য যারা জীবন দিলো
তাইতো তোমারা ভুলবার পাত্র নও,
তোমরাইতো  বাংলা ভাষায়
আজ কথা কও।