২১শে, ফেব্রুয়ারী
সেতো ছিলো বসন্তের এক দিন
গাছে গাছে  শত ফুটেছিল ফুল
তবু ছিলোনা রঙিন।


প্রভাত বেলা সূর্য কিরণ
উঠেছিল ঠিক হেসে
দুপুর বেলা হঠাৎ করে
গুলির শব্দ ভাসে।


ভাষার দাবি ছিলো যত
সকলের কণ্ঠে বলিয়ান
হায়েনারা সব উঠলো ক্ষেপে
কেরে নিল কয়েক তাজা প্রাণ।


ভাষার জন্য তরুণ,যুবক
জীবন করলো দান
রক্ত দিয়েও টলেনি তারা
রেখেছে ভাষার মান।


পৃথিবী কখনো দেখেনি হায়
ভাষার এমন দাবি
বাংলাভাষা  কখনো হবেনা মলিন
যতদিন থাকবে আকাশে রবি।