ছোট্ট একখানি দেশ,
তারি তরে তথা দিয়াছিল প্রাণ
লক্ষ যুবক হয়ে উন্মেষ.........
বলেছিল সবে, "বেশ বেশ" !!


স্বাধীন বাংলার মুক্ত আকাশ,
গায়ে মাখিয়াছি দুরন্ত বাতাস।
লক্ষ যুবকের প্রাণের তরে,
পাইয়াছি আলো বাংলার ঘরে।


কিন্তু আজি দেখিয়াছি কি..!!
এটাই "স্বাধীন বাংলা" নাকি..!!
মুক্ত আকাশে হায়েনার দল,
করিছে দূষিত বাংলার আঁচল।


প্রতিনিয়ত হইয়াছে অন্যায়,
ভাসিছে মানুষ দুর্যোগ-বন্যায়
ভাব প্রকাশের নাই অধিকার,
বলিলে কথা, প্রাণ যাবে তার..!


মরছে মানুষ, ধুঁকছে জীবন,
খুঁজিল অধিকার, পাইল পীড়ন,
নাহি কোন কথা, নাহি গালি
আজি আমি এক অসহায় বাঙালী।