সভ্যতা! সেতো এক জরাজীর্ণ কল্পনার গান
সভ্যতা! চক্ষু স্থির রেখে দেখে যাওয়া মানুষের ক্রন্দন
সভ্যতা! নির্বাক রাতে মায়ের সামনে মেয়েকে, মেয়ের সামনে মাকে ধর্ষণ হওয়ার সুর
সভ্যতা! কল্পনায় বুক বেধে হেঁটে যাওয়া অনেকটা দূর
সভ্যতা! তুমি রাখাল বালকের চেনা গানের সুর
সভ্যতা! তুমি রক্তিম পথে সোনালি আভার এক নূর
সভ্যতা! তুমি বিকাল গড়িয়ে গোধূলি লগনে মেঘের ভিড়
সভ্যতা! তুমি গগনহীন ধূসর দেয়ালে লেগে থাকা আবির
সভ্যতা! তুমি চারিধারের জন সাগরের গর্জন ধ্বনি
সভ্যতা! তুমি অন্নের ক্ষুধা মিটালেও, ধিক্কারের এক বানি
সভ্যতা! তুমি তাকিয়ে থাকা ভোরের মৃদু আলো
সভ্যতা! তুমি সফলতার নতুন একদিক জ্বালো।