হে প্রিয়া , তুমি প্রতারণা করেছ মোর সাথে।
সেই আট ক্লাস থেকে আমার সাথে প্রেম করে আসছ,
তোমার চিন্তায় বিভোর থেকে-
আমি ক্লাসে প্রথম হতে পারিনি কখনও।
উচ্চমাধ্যমিকে ভাল ফল করল সেই হাবাগোবা স্বভাবের ছেলেটি;
বিবিএ করল, এমবিএ করল -পেল একটা ভাল চাকুরি।
আর আমি তোমার পিছে পিছে ঘুরে হয়রান,
বিএ,এমএ পাশ করেছি বটে!
চাকুরি পায়নি এখনও।
হঠাৎ একদিন বললে , ’বাড়িতে বিয়ের কথা চলছে
পাত্র ভাল, চাকুরি করে ঢাকায়
তুমি তাড়াতাড়ি একটা চাকুরি ধর।’
চাকুরি কি মামার হাতের মোয়া ?
কিছুদিন পরে কাঁদো কাঁদো স্বরে বললে,
আমার বিয়ে ঠিক হয়ে গেছে। ব্যাস!
তারপর থেকে তোমার মোবাইল বন্ধ, দেখাও নেই।
সত্যি সত্যিই, ফাগুনের প্রথম দিনে,
সেই হাবাগোবা ছেলেটির সাথে
একান্তে রিক্সায় চেপে যাচ্ছ শপিং মলে,
আমাকে দেখেও না দেখার ভান করলে!
নিষ্ঠুর তুমি!
সেই থেকে আমি হতাশায় ভূগছি, ভূগছি একাকিত্বে।
আমার সাথে সবটুকুই অভিনয় করেছো তুমি।
এভাবে ছলনা করতে পারলে আমার সাথে ?
আমি তোমাকে অভিশাপ দিচ্ছি-
তোমার কোল জুড়ে আসুক একগাদা বাচ্চা-কাচ্চা।
ঘরময় ঘুরে ফিরুক তারা, হই-হুল্লোড়ে মেতে থাকুক।
তোমার প্রাসাদে থাকুক অনেক চাকর-বাকর।
তুমি প্রাইভেট কারে চড়ে পার্টিতে যাও।
তবে গভীর রাতে স্বামীর বুকের মাঝে -
একান্ত সময়েও তুমি নি:স্বঙ্গ বোধ কর,
নি:সঙ্গতা তোমায় পেয়ে বসুক !