আমি আধুনিক, আমি প্রগতিশীল !
আমি দুধের সর খেতে ভালোবাসি।
কোনো দুঃখের ছোঁয়া পেতে নয়,
নয় কোনো সুফি জীবনের খোঁজে,
গ্রাম্য সাজে বধূর চোখের
অকৃত্রিম হাসি নয়,
বিশ্বাসে নয়
হৃদয়ের ভাষায় নয়,
আমি পার্লারে পেইন্ট করা মুখ দেখেই খুশি।
তোমার কাছে যতদিন মধু আছে
ততদিন আমি তোমার কাছে কাছে আছি ।
একটা ছেড়ে একটা ধরি আমি ভোগবাদী,
আমি এ যুগের সুড়সুঁড়ি দেওয়া কবি!