আমার মত আমি দেব
তোর মতও আমি দেব
তোর বোনকে বিয়ে করেছি
তুই আমার শালা, বুঝেছিস কি ব্যাটা!
আদর্শ চাস নাউন্নয়ন চাস
বুঝতে হবে আগে
আবেগের কড়াইয়ে তা দিয়েছিস
আহম্মক তুই বটে!
বলতে দিলে বেজায় বলিস,
বাছিস সাদা-কালো,
তাইতো তোর মত দিয়ে দিই আমার ইচ্ছামত।
যেভাবে বুঝাবো, সেভাবে বুঝবি
সেটাই তোর ভালো।
বেশি বুঝলে সব হারাবি
ঘাটেঘাটে ঘুরে মরবি
ন্যাড়া মাথায় ঘোল ঢালবে
পাগল ডাকবে সবে।
স্বপ্নের মুলো ঝুলিয়ে দিছি
সবই তোদের জন্য ,
তারপরও গজরগজর করিস কেন দিনরাত্র ?
ছলচাতুরির পোষাক আমার
ভাষণ বেজায় মিঠে,
আধাঁর ঘরে ঢুকলে পরে
বেয়ার হাতে মুখোশ আমার খোলে ।
ফুঁলে উঠা বড় ভূড়ি, মাথা আমার ছোট
আমার কথা শুনে চলবি-পদক পাবি তত!