নিশি ঘোর আঁধারেই বসে হাট শঠতার
দেখে হই হতবাক, ভোরে বেশ সাধুতার ।
বাহিরের আবরণ দেখি রূপ মানবের
মুখোশের আড়ালেই থাকে মুখ দানবের ।


সেবকের হাতে আজ কাঁটা রয় শোষণের
সাথে রয় চাটুকার নিয়ে তেল তোষণের ,
আকাশের কালোমেঘ ঘিরে রয় ধরাকেই
অনাচার-অবিচার, আছি ঝুট নরকেই !


হতাশার মাঝে আজ বুনি জাল আগামীর
সততার দিয়ে জোর মনোরম হবে নীড়,
গুনি দিন শোভনের রবিরাগ উদয়ের
অমারাত হবে দূর আশা এই হৃদয়ের।


তোটক ছন্দ