শুয়োরের খোয়াড়েতে জনমতের প্রতিফলন!
দেখেছো বা শুনেছো কি? শুধু বাহারি অতিকথন।
মিথ্যার ঝুড়ি সাজিয়ে ধোঁকা দিচ্ছে ধূর্ত-প্রবঞ্চক,
সাধুবেশে ছল করে ভক্ষক সাজে আজ রক্ষক ।
বনসাই হয়েছে বৃক্ষ ভ্রষ্ট-বিকলাঙ্গ সভ্যতায়,
যুগ যুগান্তর তাই রয় মানবতা অসহায় ।
চোখে মেরুর বরফ হৃদয়টা হয়েছে ফালা ফালা,
তবু বুকের ভেতর বয় ভিসুভিয়াসের জ্বালা।
কঙ্কালসার হয়ে গেছি ক্ষোভে-হতাশায় ক্ষয়ে ক্ষয়ে,
বিবেকের বধ্যভূমে দাড়িয়ে আছি ল্যাংফিস হয়ে।


অক্ষরবৃত্ত : ৮+১০