সেদিনও ছিল রমজানের সতেরো,
আজও রমজানের সতেরো।
সেদিন ভূখণ্ড ছিল সামান্য,
আজ ছাপ্পান্নখান স্বাধীন ভূখণ্ড-অনন্য।
সেদিন মুসলিম ছিল সংখ্যায় অল্প,
আজ মুসলিম একশো আশি কোটি, নয় গল্প।
সেদিন উদরে খাদ্য ছিল না,
যুদ্ধের সাধ্য ছিল না,
কিন্তু ঈমানে জোর ছিল-
অস্ত্র ছিল শুধু 'আল্লাহু আকবার'।
আজ ভূখণ্ড আছে, ধনসম্পদ আছে
সুসজ্জিত সেনাবাহিনী আছে,
আছে বিশাল মুসলিম জনতা।
শুধু নেই সেই তিনশো তের জন!
আশায় দিন গুনি কবে আসবে সেই ক্ষণ!