মামার ঘরে আগুন লাগছে আলু যত পুড়িয়ে খা
সুযোগ বুঝে সোনার আংটি পরে নে তুই অনামিকা।
আদর্শ তো আমিষ শূন্য তাতে আঙুল ফুলছে না
কালো ঠেলে আলো তোকে দোসর করতে পারিলাম না ।
দানব কন্ঠ উচ্চ যেথা সত্য হবে দুর্বল সেথা
নীতির রাজা মঞ্চে শুধু শুনায় কথা আদিখ্যেতা।
রাতের হেরেম সাজে রঙে সাঙ্গ-পাঙ্গ নৃত্য দিয়ে
নাদুস-নুদুস শরীর নিয়ে দুলছে হাতে সুরা নিয়ে।
ষোড়শীয় স্তন্য- ঊরু মানচিত্র সব খুবলে খাচ্ছে
স্বাধীন দেশের সোনার আশা চন্দন কাঠ সব চুলোয় যাচ্ছে।



স্বরবৃত্ত : (৪+৪+৪+৪)