কাঁকর মিশানো সিদ্ধ চাল
না পারি খেতে, না পারি বলতে এটা ’ভাত’।
বিপন্ন মুক্তচিন্তা, থেকে থেকে চিৎকার করতে চায়
যা বিশ্বাস করি- তা বলতে পারি না,
যা বলি- তা বিশ্বাস করিনা।
অন্যায়ের সাথে আপোস করতে করতে ভদ্রজন হয়ে উঠা।
সমঝোতা করতে করতে তাই জ্ঞানী হয়ে যাওয়া।
নায়কের অন্তরালে ভিলেন - বোঝা বড় দায়
হৃদয়ে চাবুকের কষাঘাত
গিলে ফেলি দূর্বিসহ অপমান
নতুবা আরো কিছু বীভৎসের অপেক্ষায়।
কুঁকড়ে যাওয়া গ্লানি, নির্ঘূম কিছু রাত,
ভেতরে রক্তক্ষরণ, আশা-নিরাশার নিরন্তর লড়াই
ক্রমাগত সংক্ষিপ্ত জীবনের সূর্যাস্ত
দেখা বুঝি হবে না- সুন্দরের সব আয়োজন।