সুন্দর ভূবন নেই আজ ভরে গেছে বনে,
শোভন সুবোধ নির্বাসনে মিথ্যার প্লাবনে।
যদিও সাতশ ত্রিশ কোটি সেথায় দুপেয়ে,
দিবস কাটায় তারা বেশ চটু স্তুতি গেয়ে।
সিংহ-শৃগাল করছে শাসন রক্তমাংস খেয়ে,
সাঙ্গপাঙ্গ হায়েনারা খুশি শুকনো হাড় পেয়ে।
হাজার বছর ধরে ভয় গেঁথে গেছে মনে,
আপোষ করে চলছে মানব শক্তি-দৈত্য সনে।
শির নিচু-বাঁকা হয়ে গেছে নম: করে করে,
আব্রু গেলেও কাঁদে না তারা খুব জোরেসোরে।
বাঘ হয়েছে ভেড়ার মত হারিয়ে গাম্ভীর্য,
প্রভূভক্ত হয়ে গেছে তারা ভুলে শৌর্যবীর্য।
চেটেপুটে খেয়ে থাকে যদি উচ্ছিষ্ট বা কিছু,
সেই আশাতেই কুকুরগুলো ঘোরে পিছুপিছু।
এমনিভাবে কুকুর পালন হচ্ছে যুগে যুগে,
সত্য তাই কঙ্কালসার অতি চলছে ভুগে ভুগে।


অক্ষরবৃত্ত: ১০+৬