ক্ষমা করে দিও তুমি ওগো দয়াময়,
রোজ হাশরে ক্ষমা করে দিও তুমি
ক্ষমা করে দিও আমায়
যেদিন ধরা হবে লয়!
তোমার বিধি না মানলেও
এই অধমের মনে আছে ভয়,
ক্ষমা করে দিও তুমি ওগো প্রেমময়।


তপ্ত দিনে কাতর হবো যখন আমি
বুকফাটা তৃষ্ণায়,
কাউসার থেকে শীতল পানি দিও খোদা
আরশ তলে দিও ঠাঁই।
ক্ষমা করে দিও তুমি ওগো দয়াময়।


পাপী আমি তাপী আমি
গোনার সীমা নাই,
বিচার যদি করো তুমি
সাজা ছাড়া ভাগ্যে কিছু নাই।
দয়া করে তরায় নিও ভয়ানক পুলসিরাত,
হিসাব ছাড়া তুমি আমায় দিও গো জান্নাত।
ক্ষমা করে দিও প্রভূ প্রীতি মমতায়।