দেওয়া নেওয়ার হিসাবে
পেয়েছি আমি বেশি ;
দেয়নি তেমন কিছুই।
এখন দিতে চাই,
দিতে হবে । কিন্তু-----
হিসেবি যৌবন, ছন্দহীন প্রেমালাপ
আমি (হতে চলেছি) পড়ন্ত বেলার কবি।
কঙ্কালের গাঁয়ে দ্রুত পঁচনশীল মাংস ছাড়া
আর কিছু নেই, কিছু নেই।