স্বাধীন আবা্স গড়তে যখন আমার হল সাধ,
তুমি আমার বন্ধু হলে কাঁধে রাখলে কাঁধ।
থাকতে দিলে খেতে দিলে হাতে রাখলে হাত,
অস্ত্র দিলে জীবন দিলে ভুলালে জাতপাত।
এখন আমার যাচ্ছে ভালো চলছি হেঁটে পথ,
একটু আধটু স্বার্থহীনে পাল্টি দিচ্ছ মত।
চাইছি আবার মন মিত্রতা বিরাট আমার সাধ,
যেতে চাইছি তোমার বাড়ি দেখছি তারের ফাঁদ।
চোখ বুজলে স্বপ্নে ভাসে ফারাক্কার ওই বাঁধ,
নতুন করে সুচি আবার খুঁড়ল রক্তের খাদ।


স্বরবৃত্ত (৪+৪+৪+১)