তুমি যতই যাও গো দূরে
বুকের মাঝে রবে সুরভি,
তুমি আমার আপন ভুবনে
ফুলে ফুলে সাজানো ছবি।


তুমি যতই আঘাত করো
মলিন হবে না মুখ,
অঝোর ধারায় কাঁদতে পারা
সেই তো মেঘের সুখ।
তোমার পরশ পেয়ে আমি
হয়ে গেছি বেভুলো কবি।


তুমি যদি নাইবা জ্বালো
আমার ঘরে আলো,
তবু আমি বুঝে নেবো
সেটাই আমার ভালো।
তোমার আলো জ্বলে মনে
নাইবা জাগুক রোজ রবি।।