চারিদিক যতসব অনুচিত কোলাহল
ভুলে পথ অঘাটায় খাই সব ঘোলাজল,
দুদিনের দুনিয়ায় ডুবে রই তামাশায়
সীমাহীন পরকাল ঢেকে যায় তমসায়।
মোহময় আসে ডাক আবেশেই ভরে প্রাণ
বুঝি ওই মিনারেই নামাজের আহবান,
মনে হয় ছুটে যাই শুনে সুর আজানের
মদিনার পথে যাই দেখা পাই বেলালের!


সময়ের গতিপথ নিদারুণ বেদনার
ভুলে রই সোনাযুগ ইতিহাস সততার,
ছেড়ে হাল আমীরের তুলি হাত ভিখারির,
অশোভন কেটে যাক উষা হোক আগামীর ।
বিধাতার সেরা দান দিয়েছেন হেদায়াত
দিয়েছেন জগতের সেরা সব নেয়ামাত,
দুচোখের আলো চাই ফিরে চাই খেলাফত
মাড়াতেই হবে তাই যত পথ যত মত ।


তোটক ছন্দ