সমস্যা নেই, স্বস্তিও নেই;
এ এক মহাযন্ত্রণা!
শরীরে হাত বুলিয়ে দেখি-
কঙ্কালের গায়ে মাংস ঠিকই আছে;
কোন ক্ষত চিহ্ন নেই।
তবে অনুভবে প্রচণ্ড ব্যাথা কেন?
মাংসহীন কঙ্কালকেও শাস্তি দেন বিধাতা।
সেটা তো কবরে সম্ভব-
শবদেহের মাংস মাটির সাথে মিশে যাওয়া,
বিচ্ছিন্ন হাড়গোড় পড়ে থাকা!
কিন্তু ধরার মাংসাশী প্রাণে এত যন্ত্রণা কেন?
তবে আমরা কি সকলেই মৃত?
সমগ্র বিশ্ব গোরস্থান?
মাটির উপর - নিচে সবখানেই কষ্ট?
নাকি মানুষরূপী কিছু জানোয়ার
ছারখার করছে পৃথিবীটাকে?