ফাগুনের অপূর্ব সাজে-
পলাশ, শিমুল গাছে লেগেছে আগুন রঙের খেলা;
তোমার কপালের চন্দনের টিপও হাসছে সূর্যের মতো।
আম্রকাননও  গুঞ্জরিত ঠিক তোমারই মতো।
সেখানে মুকুল এসেছে,
এসেছে বসন্তের দখিনা সমীরণ।
আর আমি! ধুলোয় ধূসরিত,
শীতের জীর্ণতা আমাকে ছাড়েনি এখনও।
নিষ্পত্র কঙ্কালসম আমড়া গাছে-
ফাগুনের প্রথম দিনেও বসন্ত আসেনি তাই;
আসেনি নব কিশলয়।
কিন্তু কি আশ্চর্যা!
মাকড়সার মত নিজের ডালে ঠিকই ধরে রেখেছে ফলগুলো।
কোকিলের  কুহুতান ব্যাকুল করে তোলে তোমাকে;
আর আমার অন্তরে বাঁজে- বিরহের  গীত।