তোমার নিদারুণ অবহেলায়-
চোখের নোনা জল ভাষা হয়েছে আজ,
আছড়ে পড়ছে হিমালয়ের পাদদেশে।
যত পাপ- গ্লানি ধুয়ে যায় গঙ্গার,
নোনা জলের স্বাদ শুধু পাল্টায়।
নতুন বরফ জমে-গলে,
তুমি ফিরবে না বুঝি আর - -
আমার গীত হয় ছন্নছাড়া ছন্দহারা তাই।