অশুভের ষড়যন্ত্রের শেকলে আষ্টেপৃষ্ঠে বাঁধা পড়েছে সাদা আত্মারা;
প্রচণ্ড ক্ষোভ দানা বেঁধেছে বুকের মাঝে,
আগ্নেয়গিরির লাভার মত পিঞ্জর ভেঙ্গে বেরিয়ে আসতে চায়,
দানবের সবকিছু ভেঙে চুরমার করতে ইচ্ছে করে!
মুষ্টি বাঁধা, বাকযন্ত্রে পেরেক, পদযুগলে লোহার বেড়ি,
বেদনার মৌচাকে তখন অমেরুদণ্ডী প্রাণীরাও ঢিল মারে,
বুকের ভেতর রক্ত ক্ষরণ, জমাট বেধেঁ পাথর।
চোখে রক্রের অশ্রু, মস্তকের চুল ছিড়ি অজান্তে!
হৃৎপিণ্ড ছিন্নভিন্ন হয়ে যায় বুঝি!
প্রচণ্ড অভিমানে ঘুমিয়ে পড়ি।
ঘুমের রাজ্যে নিষ্পেষিত আত্মারা একত্রিত হয়,
ব্যাথা গায়ে পরস্পর হাত বুলিয়ে দেয়-
কুকড়ে উঠে যন্ত্রণায়,
অশুভের বিরুদ্ধে প্রচণ্ড দ্রোহের শপথ নেয় আবার।