কাশ ফুলের দিকেতে তাকাতে পারছি না,
শরতের সাদা সাদা কাশ ফুলে  
শুধু ছোপ ছোপ রক্ত দেখতে পাচ্ছি।
শাক-সবজি খেতে পারছি না,
মনে হচ্ছে রসকষহীন -
অভুক্ত নারী-শিশুর কষ্টেতে চিবানো
লতা-পাতা-ঘাস খাচ্ছি।
মাংস মুখেতে নিতে পারছি না,  
আমি প্লেট ভর্তি মাংসে
আবাল-বৃদ্ধ-বনিতাদের টুকরো টুকরো আর
পোড়ানো অঙ্গ-প্রত্যঙ্গ দেখতে শুধু পাচ্ছি।
আমি জলে তাকাতে পারছি না,
সেখানেতে পঁচা-গলা লাশ ভাসতে দেখছি,
সেগুলোকে নিয়ে হাঙ্গর-কুমিরদের কাড়াকাড়ি করতে দেখছি ।
আমি সবুজ – শ্যামলে তাকাতে পারছি না,
সেখানে যুবতীদের দেখে  
কুকুরদের লম্বা জিভ নাড়াতে দেখেছি,
বাঘ-সিংহ- হায়েনাকে হাড়-মাংস ভাগাভাগি নিয়ে
হিংস্রতা করতে দেখেছি।  
নীল আকাশের দিকে চাইতে পারছি না,
সেখানে স্নেহের নীড় পোড়া ধোঁয়ার কুণ্ডলী  
আর বাজ-চিল-শকুনদের শুধু উড়তে দেখছি।
গেরুয়া বসনে মৌলবাদী উর্দির আড়ালে জঙলি
যৌথ বিভৎস তাণ্ডবে  
পৃথিবীর বন-জল-স্থল আকাশ-বাতাস  
ছন্দহারা হয়ে পড়ছে, দেখছি।
আমি ঘুমোতে পারছি না,  
স্বপ্নে মানবতা-উগ্রতার সব  গোপন বৈঠক দেখছি  
আমরা যুদ্ধ করিনি এখনও, প্রতিবাদ শুধু করছি ।