পলাশের যেতে রেশ আসে লাল সোনাইল
সরো মেঘ আমি চাই আকাশের যত নীল,
মোহময় সে সময় ছিল বেশ মনোহর
নিয়ে মন ছেড়ে যায় সেতো খুব যাদুকর।
লুটে মৌ উড়ে যায় রয়ে যায় ফোটা ফুল
এভাবেই রাধিকার হয়ে যায় বড় ভুল।
মনে তার জ্বালা রয় মনোরম ঘরে বাস
বোশাখের খরতাপ পুড়ে যায় চারিপাশ,
রাজাপুত বসে রয় কেদারায় রাজসিক
খালি পায় হেঁটে যায় নগরের নাগরিক।


ছন্দ: তোটক