শিখতে শিখতে সময় পার,
করতে কিছু পারিনি তাই।
শিখছি যত, বুঝছি তত
আত্মার খাদ্য বাড়ছে তত।
মনের কালিমা কমছে যদ্যপি,
সমাজ সংস্কার কমলো না।
বুঝিলাম শেষে-
নিজে বুঝিলে হবে না শুধু ,
অপরকেও বুঝিতে হবে কিছু।
নিজে শিখলে হবেনা কেবলি ,
সকলকে শিখতে হবে নীতি।
নিজে শুধিলে হবে না শুধু ,
অন্যকেও শুধিতে হবে বাপু।