সারারাত জেগে থাকি তার অপেক্ষায়
রক্তরাঙা ভোর দেখি চোঁখের ধাঁধায়।
দেখি কুয়াশা জড়ানো কষ্টের পানসিতে
নীল বেদনারা ভিড়ছে তীরে অলক্ষিতে।
তবু তোমার বুকের উষ্ণ সুখ পেতে,
প্রণয়ের শিশিরবিন্দু নিয়ে এ ঠোঁটেতে
ফেরারি জীবন মেনে নিতে আমি পারি,
দুঃখের হিম সাগর দিতে জানি পাড়ি ।
পরিযায়ী পাখি সম ঝুঁকি নিতে পারি
হাজার মাইল পথ দিয়ে যাব পাড়ি ।
শিকারীর ভয়ে কভু ভীত নয় চিত্তে
সুমেরু-কুমেরু ঘুরি অবিরাম বৃত্তে।


অক্ষরবৃত্ত (৮+৬)