আজ আমি জানি
ভবিষ্যতের হাতছানি
‍ওই স্বপ্নের ব্যালকনি
তোমার আমার ছন্দে অভিমানী ।


রাত ধীরে ধীরে বাড়ছে আজকে‍ও
উষ্ণ আঁচ ছেয়ে যাচ্ছে রক্তেও
বিছানার সুখ মানছে না কোনো বাঁধনই
সেও তোমার আমার ছন্দে অভিমানী ।


রোজকার জীবনের মাদারীর খেলগুলো
শিরায় লাগা উত্তেজনার মিছিলও
থামতে চাওয়ার নিচ্ছে না কোনো কারণই
সেও তোমার আমার ছন্দে অভিমানী ।


তাই আজ আমি আবার জানি
জীবনের রীডে বাজচ্ছে সিম্ফনি
শোনা যাবে এই আবার এখনই
তোমার আমার সেই পুরোনো কাহিনী ।