নিঃশব্দ ফাল্গুনে কার আহবান, শুনছো?
নুপুর পায়ে, আলতা রাঙ্গা ছন্দ, আসছো?


মেঘ গুলো আজ ঊড়ছে দেখ, রোদে মেঘে যুদ্ধ,
দেখতে চায় তোমাকে, এটাই তাদের মন্ত্র।।
গোধুলী আজ রাঙ্গিয়েছে তাকে, লাল গোলাপের রঙ্গে, দেখছো...??


তোমার চরণে শিউলি ফুটেছে, হাসছে কদম গুলি,
পিছন ফিরে একটি বার,
দেখেছো কি তুমি ...???


দেখবে না, বুঝবে সব, শুনবে তা চন্দ্রবতী,
বন্ধু আমি, জানো তুমি, তোমার নিরব কবি ...।।