এয়ারপোর্টের দরজা দিয়েও যখন "নো রিটার্ন এরিয়া"তে যাই,
তখনো প্লেনে উঠার স্বপ্নে বিভোর...!!
নতুন দেশ, নতুন কালচার, স্বাধীন জীবন,
ছোট বেলা থেকে ঠিক যেমন একটা লাইফ চেয়েছি, নিজের মতন,
তার হাতছানি, নিজের মত নিজের লাইফ গড়ে নেয়ার সোনালী সুযোগ।
যা খেতে মন চায়, যা করতে মন চায়,
রাত ১টায় রুমে এসে, সকাল ১২টায় ঘুম থেকে উঠা,
কাজের সময় কাজ, ভাগ্নে-ভাতিজার কেওম্যাও এর পেড়া নাই,
ভাই-বোন-ভাবীদের একটু পর পর রুমে এসে ডিস্টার্ব করার প্যারা নাই,
সিনেমা দেখার সময় আব্বু রুমে আসলো আর সিনেমায় একটা বাজে সিন আসলো সেইটার জন্যে সতর্ক থাকার প্যারা নাই,
মার একটু পর পর এইটা খা, সেইটা খা শোনার প্যারা নাই।


এরপর কতগুলা দিন, স্বপ্নের দিন,
এরপর হঠাত একদিন সারাদিনের কাজ শেষে
যখন রুমে এসে "মা, খিদা লাগছে, খাইতে দাও" বলতে গিয়ে আটকে গেলাম,
তখন মনে পড়লো আমিতো বাসায় নাই,
নিজের ঘরে নাই,


মাকে দেখি না অনেক দিন, আব্বুকে দেখি না,
মেসেঞ্জার আর হোয়াটসেপে কথা বলে কি মনে ভরে?
ভাতিজার 'পাপ-বাবা' ডাক শুনে জরাইয়া ধরতে না পড়লে কি ভাল্লাগে?
আব্বুকে জরাইয়া ধরা হয় নাই,
কোনও রকমে একবার গলা মিলিয়ে চলে আসছিলাম,
কাদতেছিলো লোকটা, আমি কেয়ার করি নাই, লজ্জা পাবে বলে,
কিন্তু আগামীবার গেলে অনেকক্ষণ জরাইয়া ধরে থাকবো।