আজ শেষ ,
এই প্রহর যেনো ফুরোবার নয় ..
শুধু্ই বিষাদ ময় মলিন,
একটু হাসি ,
ধূলিময় রাজপথের সন্ধান,
শুধু্ই একাকিত্বে বিলীন ..

এসেছিলাম হাজার ক্রোশ পাড়ি দিয়ে ,
আজ অল্প দূরেই আধার ,
দেখা দিলো দীপ শিখা হলদে কোনায় ,
যেনো পথের অন্ধ বাহার...
যেনো ফুল ফোঁটা সৌরভের অভাব,
যেনো ক্রন্দনে লেখা নাম,
যেনো কান্না আমার,
আমি করেছিলাম দুর্বার ...

শ্বাশত সেই ভোরে আমি আর জাগবো না,
শুনবো না সেই মুয়াজ্জিনের ডাক ..
দেখবো না কোনো জোড়া শালিক ..
বসবে না পদ তলে ,
আসবে না সেই মন্ত্র কখনো হঠাৎ ,
বাজবে না সেই বীনা আবার ,
বিদায়ের ঘন্টা বাজবে শুধু ঢং ঢং ,
চোখের জলে মুখ লুকাবে সবাই ..

এই কি তবে সেই যবনিকা ,
এই কি সেই স্বাদ ,
এই কি সেই গল্পের শেষ ,
জীবন সংগ্রামের অবসান.....
কত রক্ত খুইয়েছি ,
করেছি কত স্বপ্ন ধ্বংস ,
আপন স্বপ্ন গড়তে আমি ,
ডুবিয়েছি কত রত্ন ..
এই যদি তবে সত্যি হবে ,
পাইনি আমি ঠাই ...
জীবনে আজ পরাজয়ী আমি ,
মৃত্যু আমার নাই ...!!!