একটা চিঠি লিখতে ইচ্ছা করে...
চলিত নিয়মের বাইরে...
১ ৪ ৩ লিখতে ইচ্ছা করে...
কেমন আছো, 'আমিতে-তুমিতে' থেকে 'আমিতে-আমিতে' গল্পটা কেমন যাচ্ছে, তার সার সংক্ষেপ লিখতে ইচ্ছে করে..।।


একটা পাপড়ি দিতে ইচ্ছা করে..
গোলাপ বা রজনীগন্ধা বাইরে,
শনির কোনো উপগ্রহের মত, একটা চাঁদ দিতে ইচ্ছে করে..


ইচ্ছে করে তারা হীন আকাশে সুধু তীব্র জ্যোৎস্না মাখতে..
ইচ্ছে করে তোমার মিষ্টি ঠোঁটে ভালবাসা আকাআকি করতে..
ইচ্ছে করে 'তবে আবার কথা হবে' বলে চিঠি শেষ করতে, হাজার খানেক না হোক, একশ একটা পদ্মের শুভেচ্ছা রাখতে...।


অনেক কথার ইচ্ছের জালে, তোমার ইচ্ছেটাই অবহেলিত...
তোমাকে চিঠি লেখা--আহা থাক তা,
তোমার নাম ধরে ডাকা,
আমার অনধিকার চর্চা, এইতো তোমার ইচ্ছা..
তবে তাই হোক, পোড়াও চিঠি,তোমার ইচ্ছেই হোক বিজিত....।।