যেই আঁধারে তোকে পাওয়া যায়,
তাতেই ডুবে যাই,
যেই গল্পে শুধু তুই-ই তুই,
সবাইকে শুনাই।
নিস্পলক চাহনি-
নীরবে ঝড় তোলা তোর ক্রন্দন ধ্বনি,
ঝুম সেই শ্রাবণের পরে,
তোকেই খুঁজে বেরাই।