আমি একটি প্রতিবন্ধী মেয়ে বিয়ে করতে চায়
এসিডদগ্ধ হলেও চলবে
ধ্বর্ষিতা কিংবা মাটি কাটা শ্রমিকের মেয়ে
কিংবা পতিতা, ভবিষ্যতে যে ভালো হবে
মূলত আমার জীবন সঙ্গী দরকার
জীবিত একটি আধমরা মেয়ে।
প্রেমের হাটে আমার দাম কতটুকু জানিনা
জীবনের হাটে আমার দাম আছে
যে মুখ কালো অন্ধকারে-
আমি তাকে ভক্তি করে দেখব
যে আছে আধমারা হয়ে।
বনের ভেতরও ফুল আছে
মানুষের বাড়ীর ফুল কারো কারো চোখে পড়ে,
গাছের হাটে দেখেছি বড় গাছকে
সেখানে ছোট গাছও থাকে।
নোংরা পানি অপবিত্র
এ পানির মাছ সকলে খায় কি কারনে?
আমার এ পৃথিবী আমার কাছে!
আমিও আধমরা দুঃখের ভারে ।