জীবন নামের ছোট্ট তরী
ভাসছে আপন মনে,
মাঝি আছে তার বইঠা নাই
থামবে কোন খানে?


কত যতনে বাঁধা এ তরী
কত রং এ দিলো সাজি,
কোন ঘাটে ভিরবে তরী,
ভুলে গেছে পথ মাঝি।


অনেক সওদা হয়েছে সংসার
নেইতো কিছু বাঁকি,
আসল ঘাটে না পোঁছালে
সবই দিবে ফাঁকি।


জানতো যদি ছোট্ট তরী
এমন হবে দশা,
মাঝখানেতে ডুবলে তরী
ভাঙবে সব আশা।