স্বাগত তোমায়
----
তোমায় স্বাগত জানাই হে বরেণ্য অতিথি
তোমায় স্বাগত জানাই।
ফুলের তোড়া তোমার জন্য সাজাই,
তোমার জন্য সাজাই আসন,
মলিন মঞ্চ গৌরবে আপ্লুত হয়
তোমার পবিত্র পদধূলিতে।
তোমার জন্য ছিলাম প্রতীক্ষারত বহুদিন,
আজ নিজেই এলে শুনাতে
মধুর সম্ভাষণ,ধন্য আমি।
দীনহীন আমি,ছিন্ন বসন গাত্রে
কি করে পাতি তোমার সাথে আসন?
দূর থেকে দেখি,অপলক দেখি
ভাগ্যবিধাতা পূর্ণ করেছেন,
ললাটে দিয়েছেন এঁকে স্বর্ণতাজের মোহর,
ধন্য আমি,ধন্য ভূমি ধন্য চরাচর।
হে বরেণ্য, অশেষ কৃপায় করেছো ধন্য
আর নিজে হয়েছো মহীয়ান।
চাই না কিছু,রিক্ত অঞ্চলে বাঁধা
সঙ্কোচের তীব্র জ্বালাময় শর।
আমার আসন ধুলিতে পাতি,
সবচেয়ে দামী যা কিছু দিয়েছি তোমায় উপহার,
আমার কাছে বহুমূল্য যা কিছু
সামান্য তোমার কাছে,
সঙ্কোচে লাজে বিহবল আমি।
স্বাগত জানাই অতিথি তোমায়,
সব কিছু আছে তোমার, নেই কোনও অপূর্ণ আফসোস,
অপূর্ণ আমার যোগাযোগ,
তাই হয়না সন্ধি কোথাও।
তারপর তুমি চলে যাও আবার অতিথি হয়ে,
অন্য কোথাও অন্য কোনও মঞ্চ রাঙাতে
তোমার প্রভায়।
সুশোভিত মঞ্চ আমার শূন্য পড়ে থাকে,
নীরিহ দীর্ঘশ্বাস বিলাপ করে
বার বার প্রতিশ্রুতি ভঙ্গের বেদনায়।
অতিথি!  জানো কি তুমি?
যা কিছু তোমার মুখের কথা,
তাই আমার কাছে অমৃতবাণীসম।
আমি অমৃত বাণী ধারণ করি হৃদয়ে,
অমৃত বাণীই জাগায় আশার আলো,
আমি অপেক্ষায় থাকি
কখন জ্বলবে বাতি আমার তিমিরবিলাসী  শূন্য ঘরে।
২০/৪/১৯