দেখি নাই বহুদিন তারে,
বহুদিন হয়নি কোন আলাপচারিতা;
তবু মনের কোনে টুনটুনি-
বাসা বেঁধেছে সব স্মৃতির মুহুর্তগুলি!


আকাশের দিকে তাকাই-
যখন খোলা জানালায়, চিলেকোঠায়-
যখন একাকী বিষন্নতায়;
ওই মুখ ভেসে ওঠে মেঘের আদলে।


শ্রাবন ঝরে না আকাশে,
মনের বনে ফোটে না বুনোফুলেরা।
কেন তবে ফিরে ফিরে
এই অবসরে অজানা প্রতীক্ষাপ্রহর!


বহুদিন হয়নি দেখা হয়নি অভিসার,
আজ তবে কেনবা মনে বিরহভার!
------------------ ০ ----------------
২৮ আগষ্ট ২০২২, ১৩ ভাদ্র ১৪২৯, ২৯ মহররম ১৪৪৩, রবিবার, সন্ধ্যা: ০৭:৩৬, কাব্যকুঞ্জ, (স্বত্ত্ব সংরক্ষিত)