ওই মুখ যদি চাঁদ হয়ে, উঁকি দিতো
পশ্চিমের আকাশে, দেখতাম একান্তে-
দুই নয়ন ভরে, জনম জনমের
তরে; সে যে বুকের মধ্যে নয়নতারা!


হাসি তামাশায়, কবে কখন, অজান্তে
শেকড় গেড়েছে, সুপ্ত মনের কন্দরে-
বুঝি নাই, বুঝি নাই সে ভালোবেসেছে!
আপন করেছে অতি আপনার চেয়ে।


বারে বারে দেখি ওই মুখ, তবুওতো
তিয়াস মেটে না, চোখের মনের, আর
হৃদয়ের আকণ্ঠ তৃষ্ণার; শুধু তারে
দেখি আর দেখি, মন ডু্বে থাকে রূপে!


একবার ওই মুখ চাঁদ-জ্যোৎস্না হোক,
পশ্চিমের আকাশে; দেখি নয়ন ভরে।
------------------ ০ ----------------
১১ জুলাই ২০২২, ২৭ আষাঢ় ১৪২৯, ১১ জিলহজ্ব ১৪৪৩, সোমবার, বিকাল:০৫:২৭, কাব্যকুঞ্জ, (স্বত্ত্ব সংরক্ষিত)