কেন যে জাগাও মাঝরাতে এমন বার বার,
কিছুই বলো না শুধু চেয়ে থাকো নিস্পলক চোখে;
কোন তৃষ্ণা জাগে ও বুকের গভীরে; রহস্য গহ্বরে!
বুঝতে দাও না ইচ্ছের পালক ওড়ে ফরফর।


আদিম দেবতা হাঁটু গেড়ে বসে জঙ্ঘায়,
উরুর তিলে কোন বাসনা মুখ গুঁজে ডাকে আরবার,
আহা! কামনার ঘ্রাণ বুঝি আনমনা করে রতিবাসরে
তবু বলো না কিছু চেয়ে থাকো, চেয়েই থাকো।


কেন তবে জাগাও কানে কানে ফিসফাস করে
কোন স্মৃতির জাবর কাটো মনের দাঁতে, বিলাসী বাসনা
তোমারে জাগায়ে রাখে নিস্তব্ধ নিশীথ রাতের চাঁদরে
বুকের পাঁজরে শুনি দাঁড়ের শব্দ ঝুপঝাপ শুধু।


ওই ঠোঁটে ছুঁয়ালে ঠোঁট গলে যায় ভিতর বাহির লেবুর শরবত,
ঢক ঢক গিলে ফেলি রাতের প্রসাদ; দেহের ফলার গোগ্রাসে!
------------------ ০ ----------------
১৯ আগষ্ট ২০২২, ৫ ভাদ্র ১৪২৯, ২০ মহররম ১৪৪৩, শুক্রবার, সকাল: ০১:৫১, কাব্যকুঞ্জ, (স্বত্ত্ব সংরক্ষিত)