ও বাড়ীর আকাশ ছেয়ে আছে কালো মেঘে,
এ বাড়ীর ছাদ জুড়ে রংধনু ছড়ায় সাত রঙ।
কতোদিন ধরে মেঘ আর রোদের খুনসুঁটি,
পীরিতের খেলা চলছে জল-আগুন খেলায়।


ও বাড়ীর চিলেকোঠায় খুব লোডশেডিং,
এ বাড়ীর বারান্দায় জোনাকী মোমবাতি।
আঁধার আলোর চিরকালীন না দেখা প্রেম,
গায়ে গায়ে লেগে থাকা স্পর্শ্ তবু অদেখা।


ও বাড়ীর গা ঘেঁষে ছলছল কলকল নদী,
এ বাড়ীর পুকুর জুড়ে পাপড়ি মেলা পদ্ম।
ও বাড়ী এ বাড়ী পাশাপাশি দুই গায়ে,
দুই মন ডানা ঝাঁপটায় সারা দিন রাতি।


পৃথিবীটা এক বিস্ময় ছায়া মায়ার বন্ধন,
ছায়া সরে গেলে দিনরাত মায়ার ক্রন্দন!
------------------ ০ ----------------
৯ আগষ্ট ২০২২, ২৫ শ্রাবন ১৪২৯, ১০ মহররম ১৪৪৩, মঙ্গলবার, বিকাল: ০৫:৪০, কাব্যকুঞ্জ, (স্বত্ত্ব সংরক্ষিত)