বিষ থাকলেই বিষিয়ে তোলা যায় না-
সব শরীর-অস্থি-মজ্জা, মন-প্রাণ; কখনো নত হয় উদ্ধত ফণা
সামান্যের কাছে। বড় জটিল ধারাপাত এই বিশ্বসংসার জুড়ে।


ক্ষমতা সব সময় বড়ত্বের উপকরণ নয়,
সকালে রাজা বিকালে ভিখারী;  এমনতো হয়ই এ নশ্বর জগতে।
বহুবার দেখা, শোনাও যায় বহুমুখে গানে কবিতায় গল্পে হুবহু।


আবৃত্তিগুরু ‘শিমুল মুস্তাফা’ প্রায়শই বলেন,
‘ভাগ্যের কথা বলা যায় না; সকালে রিক্সায় করে এসেছো বলে
বিকালে বিএমডব্লিউ চড়ে ফিরবে না! এর কি নিশ্চয়তা আছে!’


দ্রব্যমূল্যের ঊর্দ্ধগতি আর মানবিক মূল্যবোধ
এখন প্রতিটি বুকে দগদগে ক্ষতচিহ্নের প্রকাশ্য ব্যথার কারণ!
আহা জীবন! ধুকে ধুকে চলা আর না চলার ব্যবধান তৈরী করে।


জীবন তবু থেমে থাকে না; চলে তার গতিতে, চ্ছলচছল মধুবতী
যেমন বুকে জেগে ওঠা চর নিয়েও বয়ে যায় ধীরে অতলসমুদ্রে।
------------------ ০ ----------------
১৭ সেপ্টেম্বর ২০২২, ২ আশ্বিন ১৪২৯, ২০ সফর ১৪৪৩, শনিবার, দুপুর: ০১:২৮ কাব্যকুঞ্জ, (স্বত্ত্ব সংরক্ষিত)