কবিতা জড়িয়ে আছে রক্তের কণায়,
নাড়ীতে নাড়ীতে তার স্পষ্ট অবস্থান।
শান্তিতে থাকার নির্ভেজাল উপাদান,
কবিতা মনটা ভালো রাখার বিষয়।


লিখতে চেষ্টা করি; পড়তে চেষ্টা করি,
শব্দ গেঁথে কথামালা গড়ি নিরন্তর।
কবিতায় সুখ-শান্তি, কাব্য প্রশান্তির
এক অকৃত্রিম উৎস আনন্দ দায়ক।


কবিতা প্রেমিকা; প্রেম ভালোবাসা পূর্ণ
কবিতার সিঁড়ি ভেঙ্গে উপভোগ করি-
জীবন যৌবন; প্রাণের সব উচ্ছ্বাস।
নিরবিচ্ছিন্ন শান্তি শুধুই কবিতায়।


কবিতা স্বপ্ন-সাধ-আহ্লাদ পূর্ণ করে,
কবিতা সত্যের অনন্ত পথ দেখায়!
---------------------- ০ --------------------
৬ জুলাই ২০২২, ২২ আষাঢ় ১৪২৯, ৬ জিলহজ্ব ১৪৪৩, বুধবার, দুপুর:০১:৩৮, কাব্যকুঞ্জ, (স্বত্ত্ব সংরক্ষিত)