সাত সাগর যে পাড়ি দিলে,
যাবে কোন সাগরের পাড়ে!
মনের সাথে হয় কি মিলন,
জানো নিজের মনের সন্ধান!


ঝড় তুফাণে দিন কাটালে,
রাত্রি নামলো ঘোর আঁধারে।
আলোর সন্ধান মিলবে কোথায়,
সে কথা কি ভেবে দেখেছো?


চাঁদের আলোয় পথ না পেলে,
হাজার তারায় পাবে কি পথ!
খোঁজ নিয়ে দেখ মনের ঘরে,
কোন জন সে বসত করে।


কার আশাতে দিন কাটাও গো,
কারে নিয়ে স্বপ্ন দেখো অবিরাম!
------------------ ০ ----------------
৯ আগষ্ট ২০২২, ২৫ শ্রাবন ১৪২৯, ১০ মহররম ১৪৪৩, মঙ্গলবার, রাত: ১১:৪৭, কাব্যকুঞ্জ, (স্বত্ত্ব সংরক্ষিত)