বিষের শিশি হাতে দেইখ্যা কান্দো ক্যান ও মরদ,
জনমের মুক্তি দিয়া যামু কমু না খোয়াব বিশদ।
রাইতে দিনে এমুন জ্বালা আর সইবার পারি না,
তুমার কুইড়া ঘরে খরায় বাদলায় থাকা য়ায় না।


রাতের দুফর বেলা দুয়ারে কড়া নাড়ে কারা য্যান,
পায়ের শব্দ শুনি বুক কাঁপে নওল বাটা ভরা পান-
খাইয়া যায় অচীন কুটুম, ভ্যাকচাইয়া ভ্যাকচাইয়া
হাসে তারা; কয় ক্যামনে থাহস ভাতার ছাড়ান দিয়া।


গতর ছুঁইয়া কয় আহারে সোনার দেহ ক্যমনে পুড়ে,
বুঝাই ক্যামনে কও রাতভর শেয়ালের ডাক বাদাড়ে।
যৌবন আঁচলে বাইন্দা কতোদিন বা থাহা যায় একলা,
আইবা না কও যদি কার লাইগ্যা চামু পথ সারাবেলা।


রাইতের জোয়ারে ভাসান দিমু দেহ কলসী নিয়া গলে,
পাবা না তালাশে ডুইব্যা মরুম নিদানের কালা জলে।
------------------ ০ ----------------
২৮ সেপ্টেম্বর ২০২২, ১৩ আশ্বিন ১৪২৯, ১ রবিউল আউয়াল ১৪৪৩, বুধবার, সকাল: ০৩:০৫, কাব্যকুঞ্জ, (স্বত্ত্ব সংরক্ষিত)